অনলাইন ডেস্ক, ৫ অক্টোবর।। চিকিৎসা বিজ্ঞানে (মেডিসিন) রহস্যভেদ করে নোবেল পাচ্ছেন ৩ জন গবেষক।হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য ২০২০ সালের চিকিৎসা বিজ্ঞানে একসঙ্গে নোবেল পুরস্কার পাচ্ছেন হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস। হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস হলেন মার্কিন গবেষক এবং মাইকেল হিউটন ব্রিটিশ গবেষক। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে একটি অনুষ্ঠানে এই ৩ জন গবেষকের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।
হেপাটাইটিস ‘এ’ এবং হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল অনেক আগেই। কিন্তু বিশ্বের অধিকাংশ রক্তবাহিত হেপাটাইটিস আক্রান্তের ক্ষেত্রে প্রকৃত কারণ নির্ণয় করা যেত না। অবশেষে সেই রহস্যভেদ করে দিয়েছেন এই ৩ জন গবেষক। নোবেলজয়ী এ তিন বিজ্ঞানী দুরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বের করেছেন।
যা থেকে রক্ত পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার সম্ভব হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার দুপুরে নোবেল কর্তৃপক্ষের তরফে একটি টুইটবার্তায় বলা হয়, হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য ২০২০ সালের চিকিৎসা বিজ্ঞানে একসঙ্গে নোবেল পুরস্কার পাচ্ছেন হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস।
পরে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রক্তবাহিত হেপাটাইটিসের ফলে সিরোসিস ও পাকস্থলীর ক্যানসারে ভোগেন সারা বিশ্বের অসংখ্য মানুষ। তিন গবেষকের আবিষ্কারের ফলে সেই রোগ মোকাবিলায় নয়া দিশা পেয়েছে বিশ্ব। সেই আবিষ্কারের ফলে রক্ত পরীক্ষা সম্ভবপর হয়েছে এবং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন বেঁচেছে।