স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৪ অক্টোবর।। সিপাহীজলা জেলার সোনামুড়া সোনাপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বিদ্যুৎকর্মীর। মৃত বিদ্যুৎ কর্মীর নাম সুশান্ত গোস্বামী। কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা গেছে সোনাপুর এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়েছিল।
সেটি সারাইয়ের কাজে গিয়েছিল বিদ্যুৎ কর্মীরা।সারা এর কাজ করার সময় প্রশান্ত গোস্বামী নামে ওই বিদ্যুৎকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।এদিকে রাজধানী আগরতলা শহর এলাকার জগহরি মুড়ায় নিজ বাড়িতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে।