স্টাফ রিপোর্টার, খোয়াই, ৪ অক্টোবর।। খোয়াইয়ের লাল টিলা এলাকা থেকে ব্রাউন সুগার সহ তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।সংবাদ সূত্রে জানা গেছে তিন যুবক নেশা সামগ্রী নিয়ে লালটিলা এলাকায় বেপরোয়াভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসতেই তার আক্ষয় থানার পুলিশকে খবর দেন। তিনজনকে আটক রেখে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ছুটে আসে।তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে সাড়ে ৭০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে কয় থানার পুলিশ।
জানা গেছে তারা ব্রাউন সুগার বিক্রি করে চলছিল। দীর্ঘদিন ধরেই এই চক্রটি লাল টিলা শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল।নেশা কারবারিদের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।