স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৪ অক্টোবর।। সিধাই থানা এলাকার মোহনপুরের ঈশানপুর এলাকায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছে স্বামী। আহত স্বামীর নাম সেন্টু ওরাং। অভিযুক্ত স্ত্রীর নাম সবিতা ওরাং।সংবাদ সূত্রে জানা গেছে স্বামী সেন্টু ওরাং প্রতিনিয়ত আকন্ঠ মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী সবিতা ওরাং কে মারধর করতো। শনিবার রাত দশটা নাগাদ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড বাকবিতণ্ডা শুরু হয়।বাক-বিতণ্ডার জেরে স্ত্রী সবিতা ধারালো অস্ত্র দিয়ে হাত পায়ে আঘাত করে।
তাতে স্বামী সেন্টু ওরাং গুরুতরভাবে আহত হয়।স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সেন্টু ওরাং কে পড়ে থাকতে দেখে পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানদের খবর দেন।খবর পেয়ে সিধাই থানার পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেন্টু ওরাং হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে।তবে এখনো পর্যন্ত অভিযুক্ত স্ত্রী সবিতা প্রধানকে গ্রেফতারের সংবাদ নেই।স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঈশানপুর নন্দলাল দাসপাড়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।