স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৩ অক্টোবর।। উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার গঙ্গানগর স্কুল সংলগ্ন এলাকায় বিএসএফের দ্রুতগামী গাড়ির ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ই রিক্সা দুমড়ে-মুচড়ে গেছে। ই রিক্সা চালক গুরুতর ভাবে আহত হয়েছেন।ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে রিকশা চালককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রিকশাচালক। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এদিকে ঘটনার খবর পেয়ে বাগবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।বিএসএফের গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া ই রিক্সা টি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন বিএসএফের গাড়িটি দ্রুতবেগে যাচ্ছিল।অপরদিকে ই রিকশা তে বাঁদিকে দাঁড় করানো অবস্থায় ছিল।
ই রিকশাতেই ছিলেন চালক। বিএসএফের গাড়িটি রিকশাকে থাকা দেওয়ায় চালক গুরুতর জখম হয়েছেন।আহত ও রিকশা চালককে চিকিৎসার প্রয়োজনীয় অর্থ বিএসএফের পক্ষ থেকে দেওয়ার জন্য দাবি উঠেছে। বিএসএফের গাড়ির চালকের দ্রুতগামী তা এবং অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।