স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ অক্টোবর।। নাম নিরঞ্জন দেব। বাড়ি যোগেন্দ্রনগর বিদ্যাসাগর পল্লী। তিনি ত্রিপুরা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মচারী। ২০১৩ সালে চাকরি থেকে অবসরের পর নিজ বাড়িতেই মুদি দোকান খুলে বসেন। দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসলেও এই ধরনের ঘটনায় সম্মুখীন হতে হয়নি তাকে। শনিবার গভীর রাতে দোকান বন্ধ করে ঘরে চলে যান নিরঞ্জন দেব। রবিবার ভোর চারটে নাগাদ তার বাড়িতে থাকা ভাড়াটিয়া প্রাকৃতিক কাজে বাইরে বেরিয়ে দেখেন দোকানের পেছনের দিকের দরজা খোলা। সন্দেহ হয় ভাড়াটিয়ার। সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে ফোন করলে তিনি বাইরে এসে দেখেন দোকানের পেছনের দিকের দরজা ভেঙ্গে ক্যাশ বাক্স থাকা সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। নিরঞ্জন দেব জানান নগদ ১০০০০ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। বাড়ির দেওয়ালের পাঁচিল টপকে প্রবেশ করে চোরের দল।
রড দিয়ে তালা ভেঙ্গে প্রবেশ করে দোকান থেকে অর্থ চুরি করে নিয়ে গেছে চোরেরা। অন্য কোন সামগ্রী কিছু চুরি হয়নি বলে জানান তিনি । তবে চোর পালিয়ে যাওয়ার পথে নিজের জুতোগুলি ভুলে ফেলে যায়।এই চুরির ঘটনা এখন রাজ্য জুড়ে। পালা করে প্রতিদিন ঘটছে চুরির ঘটনা। অথচ চোরেদের আটক করতে হিমশিম খাচ্ছে পুলিশ। এই ঘটনায় রাজ্যবাসীর মধ্যে ক্ষোভ ধূমায়িত হচ্ছে। এই ঘটনা সম্পর্কে কলেজটিলা ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে প্রথা মেনে তদন্ত শুরু করেছে। থানার নাকের ডগা থেকে শুরু করে রাজ্য পুলিশের সদর কার্যালয়ের ঢিল ছোড়া দূরত্বে চুরির ঘটনায় স্পষ্ট পুলিশের ভূমিকা।