স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৩ অক্টোবর।। বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে বিলোনিয়ার মনুরমুখ রেল ব্রিজ সংলগ্ন রাস্তাটি। বারে বারে সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচারের পরও সংশ্লিষ্ট দপ্তরের কোন হেল দোল নেই। এরফলে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যার সন্মুখীন হতে হচ্ছে পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের।
বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাওয়ার একমাত্র মাধ্যম মনুরমুখ রেল ব্রিজের নিচের রাস্তাটি। এই রাস্তা সংস্কার ও মেরামতের অভাবে বেহাল দশায় পরিনত হয়ে আছে । রাস্তায় বড় বড় গর্ত সহ খানা খন্ডে পরিনত হয়ে রয়েছে ।
সামান্য বৃষ্টি হলে জল জমে গিয়ে পুকুরে পরিনত হয়। তখন বোঝাই যায় না রেল ব্রীজের নীচে যাতায়াতের জন্য রাস্তা আছে । এই অবস্থায় যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যান চালকরা রাস্তার সমস্যার কথা তুলে ধরে , রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।