স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। শুক্রবার রাতে এনসিসি থানাধীন ইন্দ্রনগর ব্রিজ এর কালী মন্দির এর কাছে আব্দুল ছুবান , বয়স ৪৪ নামে এক ব্যক্তি দোকান থেকে বাড়ি ফিরছিল। তখন কতিপয় দুষ্কৃতিকারী তার গাড়ি আটক করে। তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে দুষ্কৃতকারীরা । গাড়ি থেকে নামাতে না পেরে তার গালে এলোপাথাড়ি ছুরি আঘাত করতে থাকে বলে অভিযোগ। তাতে আব্দুল ছুবানের গাল অনেকটাই কেটে যায়। ছুরির আঘাত লাগে তার বুকেও । বিষয়টি পথচারীদের নজরে এলে তারা এগিয়ে আসে।
পালিয়ে যায় দুস্কৃতীরা। সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যায় । আহত ব্যক্তির বাড়ি- ইন্দ্রনগর মসজিদপাড়া এলাকায়। ইন্দ্রনগর কবর খলার কাছে তার একটি রঙের দোকান রয়েছে। জিবিতে তার গালে প্রায় ১২ টি সেলাই দেয়া হয়। সেলাই লাগে বুকেও । তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দুষ্কৃতকারীদের চিনতে পেরেছে আক্রান্ত ব্যক্তি। তার সঙ্গে থাকা আব্দুল রহমান নামে এক ব্যক্তি জানান শুক্রবার রাতে গারি করে ফেরার পথে পেছনে থেকে একটি গাড়ি এসে তাদের পথ আগলে দাড়ায়। গাড়ি থেকে নেমে আসে দুজন।
বচসায় লিপ্ত হয় আব্দুল ছুবানের সঙ্গে। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুই দুষ্কৃতিকারী। এরপর পকেটে থাকা ছুরি বের করে আঘাত করে আব্দুল ছুবানকে। দুই দুষ্কৃতিকারীকে চিনতে পেরেছে তারা। আব্দুল রহমানের চিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে এলে দুই দুষ্কৃতী পালিয়ে যায়। তবে গোটা ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে।