স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ অক্টোবর।। দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় শুরু হচ্ছে রাজ্যের আভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল। আগরতলা- ধর্মনগর, ধর্মনগর- আগরতলা , আগরতলা – সাব্রুমের মধ্যে সোমবার থেকে শুরু হচ্ছে ৬ জোড়া ডেমো ট্রেন ও সপ্তাহে চার দিন চার জোড়া যাত্রী ট্রেন চলবে। বর্তমানে কোভীড ১৯ পরিস্থিতিতে যাত্রীদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে ট্রান যাত্রার সময়। ষ্টেশন গুলিতে থাকবে থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থা। যাত্রী বিধি মেনে চলাচল করা ও সতর্ক থাকার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে।
সমস্ত জেলা শাসকের নির্দেশ দেওয়া হয়েছে যাত্রী চলাচলের জন্য ষ্টেশন গুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে। রাজ্যের আভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল শুরু হওয়ার আগে রবিবার আগরতলা ষ্টেশনে দেখা গেল জোর কদমে সাফাই করতে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারন মানুষ জানান তারা জানতে পেরেছেন আবার রাজ্যের আভ্যন্তরীণ যাত্রী ট্রেন চলাচল শুরু হচ্ছে। সোমবার সকালে ধর্মনগরের উদ্দেশ্যে এই ট্রেন ছাড়বে। অন লাইনে কেউ টিকিট কাটতে পারেন।
নতুবা ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে ষ্টেশনে এসে ট্রেনের টিকিট কাটতে পারেন যাত্রীরা। লক ডাউনের কারনে অনেক দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। এই ট্রেন চলাচল শুরু হওয়ায় তাদের সময় সাশ্রয় হবে। বাসে গেলে সময় বেশী লাগত। এর উপর ভাড়া ছিল বেশী। কিন্তু ৬ মাস পর ট্রেন চলাচল শুরু হওয়ায় অনেকেই খুশী ব্যক্ত করেন।