স্টাফ রিপোর্টার, কদমতলা, ৩ অক্টোবর।। রাজ্য সরকার হস্ত তাঁত শিল্পের উপর বর্তমানে নজর দিলেও একাংশ হস্ত শিল্পের কারিগর দীর্ঘদিন থেকে এই কাজ করেও সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এমনই চিত্র ফুটে উঠলো বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া আরডি ব্লকের অধীন লালছড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায়।
লালছড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুনীল দেবনাথ প্রায় চল্লিশ বছর যাবৎ পাছরা তৈরি করে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত কোন সরকারি সুবিধা পাচ্ছেন না। প্রথম যখন তিনি এই কাজ শুরু করেছিলেন তখন ওনার সাথে আরো অনেকে এই কাজের সাথে যুক্ত ছিল। এখন বাজার মন্দা থাকায় তিনি একাই এই কাজ চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে গোবিন্দপুর শিল্প সমবায় সমিতি ওনাকে পাছরা তৈরীর জন্য সুতো দিয়ে সাহায্য করে। তিনি বর্তমানে দুই পাঠের পাছরা তৈরি করেন ১৮০ টাকার বিনিময়ে। সেই পাছরা গোবিন্দপুর শিল্প সমবায় সমিতির কাছে বিক্রি করেন।