স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। নারী নির্যাতন বন্ধ করা ,ধর্ষণ সহ অন্যান্য নারীঘটিত ঘটনার প্রতিবাদে শনিবার আগরতলা কংগ্রেস ভবনের সামনে প্রদেশ মহিলা কংগ্রেস এর পক্ষ থেকে ২৪ ঘণ্টা অবস্থান। প্রদেশ মহিলা কংগ্রেস এর নেত্রীরা গণ অনশনে শামিল হন। কোন অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে নারীনেত্রীরা অভিযোগ করেছেন উত্তর প্রদেশ নারী নির্যাতনের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর পদত্যাগ দাবি করেছেন নারীনেত্রীরা।
তারা অভিযোগ করেন কংগ্রেসের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ধর্ষিতা তরুণী বাড়িতে যাওয়ার চেষ্টা করলে যোগী আদিত্যনাথ এর পুলিশবাহিনী রাহুল গান্ধী কে গলা ধাক্কা দিয়েছ। শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন রাহুল গান্ধী।এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তারা মন্তব্য করেন। এর প্রতিবাদে তারা আগরতলা কংগ্রেস ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ জানাতে গণ-অনশনে সামিল হয়েছেন বলেও জানান। নারী নেত্রীরা ত্রিপুরার বিজিপি আইপিএফটি জোট সরকারের কাজ-কর্মেরও তীব্র সমালোচনা করেন।অবিলম্বে রাজ্যে নারী নির্যাতন বন্ধ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে গণ-অনশন অবস্থান আন্দোলন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।