স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন এর ৭৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করে সি আই টি ইউ – ত্রিপুরা রাজ্য কমিটি। শনিবার অফিস লেন স্থিত সিট্যু কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে।
এর পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন সিট্যূর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। গোটা বিশ্বে জথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হচ্ছে।
সাধারন মানুশের স্বার্থ রক্ষার্থে, জীবন জীবিকার প্রশ্নে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। এর সৃষ্টিতে বড় ভুমিকা নেয় সিট্যু। আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইকে শক্তিশালী করতে আহবান জানান সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে।