স্টাফ রিপোর্টার, কমলপুর, ৩ অক্টোবর।। না ফেরার দেশে চলে গেলে, আমবাসা দৈনিক সংবাদে প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি আমবাসা মহকুমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কমলপুরের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি কমলপুর মহকুমার স্থায়ী বাসিন্দা হলেও ধলাই জেলার প্রতিটি প্রান্তে ঘুরে কাজ করতেন।
নির্ভীকতার সাথেই কাজ করে সর্বদা সত্যনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যেতেন। শনিবার সকালে নিজ বাড়িতে আকস্মিক মৃত্যু কেড়ে নেয় তাঁর জীবন। বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে জেলাসদর আমবাসা সহ জেলার প্রতিটি প্রান্তে। তাঁর মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই আমবাসা মহকুমা প্রেসক্লাবের সদস্যরা ছুটে যায় কমলপুরে।
শেষ শ্রদ্ধা জানান কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রীয় দত্ত, বিজেপি যুবমোর্চার সভাপতি আশিষ ভট্টাচার্য্য, সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। শনিবারই ময়নাতদন্ত শেষে কমলপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছে না কেউই। সদা মিষ্টভাষী এই মানুষটি আর নেই সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে সকলেরই।
বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়াণে আমবাসা মহকুমা প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, বাবা, ভাই সহ বহু আত্মীয়-পরিজন রেখে গেছেন, বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।