স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। করোনা-র প্রকোপ নিয়ে রাজনৈতিক দলগুলি কখনই খুব একটা চিন্তিত ছিল না। ফলে, এডিসি নির্বাচন-কে ঘিরে জনজাতি ভিত্তিক তিন দলীয় জোট তৈরি হয়ে গেছে। জনজাতিদের বৃহত্তর স্বার্থে একত্রিত হয়ে লড়াই করবে, এই অঙ্গীকারে দুই দিনের বৈঠক শেষে আইএনপিটি, তিপরা এবং টিপিএফ জোট বেঁধেছে। জোটের সম্মতি পত্রে আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা, তিপরা-র চেয়ারম্যান প্রদ্যুৎ মানিক্য এবং টিপিএফ-র সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া স্বাক্ষর করেছেন। তাতে মনে হচ্ছে, জনজাতি তাস খেলে এডিসি নির্বাচনে জমি শক্ত করার কাজ শুরু করে দিয়েছেন প্রদ্যুৎ মানিক্য-রা।আজ যৌথ প্রেস বিবৃতিতে তিন দল দাবি করেছে, জনজাতিদের স্বার্থ রক্ষায় জোটবদ্ধ হয়েছি।
অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও আমাদের সাথে একত্রিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। তিন দলের বক্তব্য, জনজাতিদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রগতিতে নিঃশর্তে কাজ করে সমাধান নিশ্চিত করব। এই জোট আদর্শ এবং ত্রিপুরাবাসীর কল্যানে গঠন করা হয়েছে।তিন দল এদিন দাবি করেছে, এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন, অবৈধ ভোটার, ব্যাধিকার আইন ২০০৬, ইনার লাইন পারমিট, এডিসি-র অধিক ক্ষমতায়ন, এডিসি-তে সরাসরি অর্থ প্রদান এবং জমির অধিকার নিয়ে আমরা লড়াই জারি রাখব।
সে-ক্ষেত্রে তিন দলই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করবে। আগামী দিনে ওই কমিটি জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয় করবে। তিন দল আজ সম মতাদর্শের রাজনৈতিক দলগুলিকে নিঃশর্তে একত্রিত হয়ে জনজাতি-র কল্যানে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে।এদিন ফেইসবুক লাইভ-এ প্রদ্যুৎ মানিক্য বৃহত্তর জোটের ডাক দিয়েছেন। জনজাতিদের স্বার্থে বৃহত্তর মঞ্চ গড়ে তোলা উচিত বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সময় এসেছে নিজেদের স্বার্থ ভুলে জাতির কল্যানে কাজ করে দেখাতে হবে। তাতে, শুধু রাজনৈতিক দলই নয়, বিভিন্ন সংগঠনও অংশীদার হতে পারবে।