স্টাফ রিপোর্টার, খোয়াই, ৪ অক্টোবর।। খোয়াই থানা এলাকার পূর্ব গনকি এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ডে বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। বাড়ির মালিকের নাম সতীশ দেবনাথ।জানা গেছে বাড়ির লোকজন রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ ঐ বসতঘরে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা এসে আগুন আয়ত্তে আনে। তবে ততক্ষনে বসতবাড়ী পুড়ে ছারখার হয়ে যায়।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা।ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সতীশ দেবনাথ পেশায় একজন দিনমজুর।অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ায় পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।