স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।।শনিবার সি পি আই এমের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক রাজীব সিংহের সাথে সাক্ষাত করে রাজ্য জুড়ে তাদের দলের নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলার অভিযোগ করেছেন৷ সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশের নেতৃত্বে প্রতিনিধি দলটি বর্তমান সরকারের গত ৩১ মাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরে৷
পরে দলীয় সদর দফতরে এক সংবাদ সম্মেলনে শ্রী দাশ বলেন যে, রাজ্যে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার বিরুদ্ধে বিরোধী দলের কর্মীদের উপর হামলা করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ দাবির তালিকা নিয়ে প্রতিনিধি দল ভারপ্রাপ্ত ডিজিপির সাথে সাক্ষাত করেছেন৷ আমরা বিজেপি-আইপিএফটি দল ক্ষমতায় আসার পর গত ৩১ মাসে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ হস্তান্তর করেছি৷
আমরা বিরোধী দলকে কর্মসূচি ও সমাবেশ করতে, নারীদের বিরুদ্ধে অপরাধ নিয়ন্ত্রণ করতে, আগরতলার বাইরে আন্দোলনের সময় এমএলএ, সংসদ সদস্যদের মতো দলের কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়েছি৷ এছাড়া সিপিআইএম প্রতিনিধি দল ভারপ্রাপ্ত পুলিশ প্রধানকে জানিয়েছিলেন যে মোট ১৪ জন সিপিআইএম দলের কর্মী নিহত হয়েছেন এই একত্রিশ মাসে৷