স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। কুঞ্জবনস্থিত ইনস্টিটিউট অব এডভান্স স্টাডিস ইন এডুকেশন কলেজে সরকারী ভাবে এম এড কোর্সে ভর্তির জন্য প্রশিক্ষণ দেওয়া হত।
সেই কলেজ থেকে প্রতি বছর বহু ছাত্রছাত্রী বিনামুল্যে বি এড ও ডি এল এড কোর্স করার সুযোগ পেত। কিন্তু এবছর সেই গাইড লাইন তুলে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বেশ কিছু ছাত্র ছাত্রীরা শনিবার উচ্চ শিক্ষা অধিকর্তার সাথে দেখা করে বিনামুল্যে পড়ার সুযোগটি পুনরায় করার দাবি জানান।
উচ্চ শিক্ষা অধিকর্তা সাজু ওয়াহেদ জানিয়েছেন বিষয়টি দপ্তর দেখছে । উচ্চ শিক্ষা অধিকর্তার কাছ থেকে এই আশ্বাস মিলেছে বলে জানান ছাত্র ছাত্রীরা।