স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। রাজ্যের অন্যতম বেসরকারি হাসপাতাল আইএলএস হাসপাতালের বিরুদ্ধে আবারো চিকিৎসায় গাফিলতির এবং ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত রোগের নাম দেবজিত ভট্টাচার্য। বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। পরিবারের লোকজনের অভিযোগ করেছেন বিনা চিকিৎসায় এবং ভুল চিকিৎসায় দেবজিৎ ভট্টাচার্যের হয়েছে।মৃত্যুর পরও মৃতদেহটি হাসপাতালে আটকে রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের চক্রান্ত করা হয়েছে বলেও আইএলএস হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ এনেছেন রোগীর পরিবারের লোকজন।
মৃত রোগীর পরিবারের লোকজনদের কাছে ১১লক্ষ টাকার বিল ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।একদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অন্যদিকে রোগীর মৃত্যুর পর ১১ লক্ষ টাকার বিল ধরিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আদেশ হাসপাতাল চত্বরে শনিবার সকালে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজ্যের অন্যতম বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে। পরপর এসব অভিযোগকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।