স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ অক্টোবর।। বিজেপি সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সমগ্র দেশের প্রত্যেকটি রাজ্যের প্রতিটি জেলাতে বিজেপির জেলা কার্যালয় নির্মাণ করা হবে। সেই মোতাবেক রাজ্যের ৮ জেলাতেও বিজেপির জেলা কার্যালয় নির্মাণ করা হবে। আর এই জেলা কার্যালয় নির্মাণ করার লক্ষ্যে রাজ্য স্তরে ও জেলা স্তরে কমিটি গঠন করা হয়েছে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সেই কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
মূলত জেলা কার্যালয় গুলির নির্মাণ কাজ কবে শুরু হবে। কবে ভুমি পুজা হবে সেই বিষয় গুলি নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সমগ্র দেশে বিজেপির কার্যালয় নির্মাণের দায়িত্বে থাকা নেতৃত্ব, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। বৈঠক শেষে এই বৈঠকে উদ্দেশ্য সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের অবগত করেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায়।