স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়াশ স্বামীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ অক্টোবর।। স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারনে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর। ঘটনা আর কে পুর থানার পিত্রা এলাকায়। সংবাদ সূত্রে জানা যায় স্বামী মনিরুল ইস লাম স্থির অশ্লীল ছবি ফেসবুক হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিয়ে সমাজে স্ত্রীকে কলঙ্কিত করার চেষ্টা করে এবং প্রথমা স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় আরেকটি বিয়ে করে মনিরুল ইসলাম। উদয়পুর আর কে পুর মহিলা থানায় দ্বারস্থ হয় স্ত্রী নেহরা বিবি, সেখানে কর্তৃপক্ষ পুলিশ অফিসারকে সমস্ত বিষয় জানিয়ে অভিযোগ করলে কেউই সাহায্য করে নি, বরং নেহারা বিবিকে কাকড়াবন থানা যাওয়ার জন্য বলা হয় কেননা মনিরুল ইসলামের বাড়ি কাকড়াবন থানা কুশা মারা এলাকায়। সে কথা অনুযায়ী নেহারা বিবি ছুটে যায় কাকড়াবন থানাতে সেখানেও কর্তব্যরত পুলিশ অফিসার পুনরায় তাকে উদয়পুর মহিলা থানা যাওয়ার জন্য বলে, এইভাবে একের পর এক থানাতে অজুহাত দেখিয়ে নেহারা বেবিকে বারবার ঘুরিয়ে দেয়।

পরবর্তী সময় বাধ্য হয়ে কাকড়াবন থানায় FIR নিয়ে উদয়পুর মহিলা থানা ফরওয়ার্ডিং করে দেয়। উদয়পুর মহিলা থানা পরবর্তী সময় জামিন অযোগ্য ধারায় মামলা নেয়। যার নম্বর women ps 38/20,u/s 494IPC 66E/67IT act এবং সেই মামলায় তদন্ত দায়িত্ব দেয় ডিএসপি অরিন্দম রিয়াং এর হাতে। মামলা নেওয়ার তিন চার মাস অতিক্রম হয়ে গেলেও পুলিশের কোন ভূমিকায় দেখা যায় না। এদিকে থানায় মামলা হতেই মনিরুল ইসলাম বারবার হুমকি দেয় স্ত্রী নেহারা বিবি এবং তার মেয়ের স্বামীর বাড়িতেও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?