স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।।রাজধানীর প্রধান ডাকঘরের সামনে থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার। শনিবার সকালে এক সহৃদয় ব্যক্তি এই ব্যাগটি প্রধান ডাকঘড়ের সামনে পরে থাকতে দেখে। পরে সেই ব্যাগ তুলে দেয় পশ্চিম থানার পুলীশের হাতে। পুলিশ ব্যাগ খুলে দেখতে পায় তার মধ্যে টাকা রয়েছে।
পরে পশ্চিম থানার ওসি জানান সহৃদয় ব্যক্তি একটি ট্যাকার ব্যাগ থানায় জমা দিয়েছে। কেউ যদি টাকা হারিয়ে থাকে তবে সুনির্দিষ্ট তথ্য ও প্রমান সহকারে থানায় এসে দেখাতে পারলে পুলিশ সেই টাকা ফিরিয়ে দেবে। তবে এখনো পর্যন্ত কেউ এই টাকার দাবি করতে আসেনি বলে জানায় পুলিশ।