স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ অক্টোবর।। সম্প্রতি দেশে কৃষকদের স্বার্থে দুটি বিল পাস হয়েছে। এতে কৃষকরা লাভানীত হবে। কিন্তু সংসদে পাস হওয়া এই বিলগুলি নিয়ে বিরোধীরা ধারাবাহিকভাবে দেশবাসী এবং রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।তাই বিরোধীদের প্রলোভনে কৃষকরা যাতে শিকার না হয় তার অঙ্গ হিসেবে কেন্দ্রীয় নির্দেশে গত ২০ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর অক্টোবর রাজ্যে অভিনন্দন সভা করা হয়।পাশাপাশি কেন্দ্রীয় নির্দেশেই প্রতিটি জেলায় কিষান সভা করার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা।
রবিবার আমতলী বাজারে ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা সদর জেলা আরবানে আয়োজিত সভায় বক্তব্য রেখে এমনটাই বললেন প্রদেশে কিষান মোর্চার সভাপতি জহর সাহা। আরো বলেন, কেন্দ্রীয় সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে বিল দুটি পাস করেছে। কৃষক স্বার্থ বিলগুলি লাঘু হলে কৃষকরা আই ডি কার্ডের মাধ্যমে যে কোন বাজারে গিয়ে ফসল বিক্রি করতে পারবে। কৃষকরা সঠিক মূল্য পাবে ফসলের। কৃষি বিলের সুফলের পূর্ণাঙ্গ রূপ দিতে জেলা ভিত্তিক এই ধরনের সভা করার উদ্যোগ নিয়েছে কিষান মোর্চা বলে তিনি জানান। এদিন সভায় এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা সরকার সহ অন্যান্যরা।