স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৩ অক্টোবর।। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও ৩০ হাজার গরিব অংশের মানুষকে সামাজিক সুুরক্ষা ভাতা দেওয়া হবে৷ তাছাড়া রাজ্যে গ্রাম পাহাড়ে প্রতিটি পরিবারের আয় বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্পও রূপায়ণ করছে রাজ্য সরকার৷ আজ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মোহনপুর আই সি ডি এস প্রজেক্টের উদ্যোগে মোহনপুর পুর পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সামাজিক সুুরক্ষা ভাতার আবেদনপত্র বিতরণ এবং একদিনের সচেতনতা শিবিরের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে ১৬ হাজার গরিব অংশের মানুষকে অন্ত্যোদয় যোজনার আওতায় আনা হবে৷ সামাজিক সুুরক্ষা ভাতা যেন প্রকৃত সুুবিধাভোগীরা পান সেই বিষয়ে জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকতে হবে৷ তিনি বলেন, গ্রামের প্রতিটি পরিবারের আয় বাড়ানোর জন্য শূকর, হাঁস, মোরগ, গাভী প্রভ’তি পালনে উৎসাহিত করা হচ্ছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন মতিলাল দাস, ভাইস চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর ব্লকের বিডিও শুভবত ভট্টাচার্য প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর আই সি ডি এস প্রজেক্টের সুুপারভাইজার টিটন দাস৷ সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা৷ অনুষ্ঠান শেষে অতিথিগণ আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র বিতরণের সূচনা করেন৷