স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২ অক্টোবর৷৷ সিপিএমের আন্দোলনে হামলা হুজ্জতির অভিযোগ উঠল৷ ঘটনা তেলিয়ামুড়ায়৷ এই ব্যাপারে সিপিএমের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সি পি আই (এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটি শহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করার কর্মসূচী নিয়েছিল৷
কিন্তু মিছিলটি বানচাল করতে শাসক দল বি জেপি নেতৃত্ব সকাল থেকে মহকুমার বিভিন্ন স্থান থেকে দুর্বৃত্তদের জড়ো করতে থাকে৷থানা ও মহকুমা পুলিশ আধিকারিককে নিরাপত্তা ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়৷ বি জে পির দুবৃত্তরা পার্টির মহকুমা অফিসের সামনে এসে হুম্কি দিতে থাকে৷ এ পরিস্থিতিতে পার্টি মহকুমা নেতৃত্ব আজকের মিছিলের কর্মসূচী স্থগিত করে দেন৷ কিন্তু বি জে পি’র দুর্বৃত্তরা পার্টি অফিসের সামনে কর্মসূচীতে যোগ দিতে আসা কর্মীদের ওপর ফ্যাসিবাদী কায়দায় হিংস্র আক্রমণ চালায়৷
থানার ও সি পুলিশ-টি এস আর সহ সেখানে উপস্থিত থাকলেও আক্রমণকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি৷ এতে শাসক দলের দুর্বৃত্তরা আরও আস্কারা পেয়ে যায় এবং গেট ভেঙ্গে মহকুমা পার্টি অফিস আক্রমণের চেষ্টা করে৷ পার্টি অফিসের সামনে পার্ক করা পার্টি কর্মীদের বাইক ভাঙচুর করে৷ বি জে পি দুর্বৃত্তদের হিংস্র আক্রমণে অন্তত ৯ জন পার্টি কর্মী আহত হন৷
দু’জনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ শহরের একজন দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেয়া হয়৷ ৫-৬ ঘন্টা ধরে তেলিয়ামুড়ায় বি জে পি’র হিংস্র তান্ডব চলে৷ সি পি আই (এস) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী বি জে পি’র এই ফ্যাসিস্ট সুলভ আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে৷ সর্বস্তরের শান্তিপ্রিয় নাগরিকদের এ ধরনের অগণতান্ত্রিকবর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হতে আবেদন জানিয়েছে দল৷ তেলিয়ামুড়া থানার ও সির নিষ্ক্রিয়তার তদন্ত দাবি করছে৷ আক্রমণকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করছে৷