স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ অক্টোবর।।আগরতলা বামুটিয়া সড়কের কালি বাজার এলাকায় অটোচালকের হাতে এক গাড়িচালক আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।ঘটনার প্রতিবাদে গাড়ি চালকরা আজ কালি বাজারে আগরতলা বামুটিয়া সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখেন। এর ফলে শুক্রবার আগরতলা বামুটিয়া সড়কে চলাচলকারী যানবাহনগুলো থমকে পড়ে। যানবাহনের চালক এবং শ্রমিকরা দাবি জানিয়েছেন অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে আইনানুগ কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত অটোচালককে গ্রেপ্তারের সংবাদ নেই।উল্লেখ্য আগরতলা বামুটিয়া সড়কে একাংশের অটোচালক যানবাহন চালকদের সঙ্গে প্রায়ই ঝগড়ায় লিপ্ত হচ্ছে। অটো চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ বেড়েছে। ভাড়া আদায় কে কেন্দ্র করে মূল ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।অটোচালকদের পদ্ধতিতে যাত্রীসাধারণ রীতিমতো ক্ষুব্ধ বলে জানা যায়।