অনলাইন ডেস্ক, ৩ অক্টোবর।। ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়ে দিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। ডিজিসিএ জানিয়েছে, গোটা বিশ্বে করোনা পরিস্থিতি লাগামহীনভাবে বেড়ে চলেছে।
আমাদের দেশেও যেমন করোনার সংক্রমণ ছড়াচ্ছে তেমনই ইউরোপ আমেরিকাতে ও সংক্রমণের গতি রোধ করা সম্ভব হয়নি। এই অবস্থায় আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা হলে দেশে করোনা সংক্রমণের হার আরও দ্রুত বাড়বে। সে ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। সে কারণেই আপাতত ৩১ অক্টোবর পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে।
বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশ পেলে নির্দিষ্ট কোনও রুটে আন্তর্জাতিক বিমান চালান হতে পারে। তবে আপাতত বাণিজ্যিক যাত্রী পরিষেবা বন্ধ থাকছে।যদিও যথারীতি পণ্যবাহী বিমান চলাচল করবে। চলাচল করবে বন্দে ভারত মিশনের আওতায় থাকা সবকটি উড়ান। উল্লেখ্য, করোনা রুখতে ২৩ মার্চ আন্তর্জাতিক উড়ান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তারপর এই নিষেধাজ্ঞা দফায় দফায় বাড়ানো হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।
কিন্তু পঞ্চম দফার আনলক পর্ব শুরু হলেও আন্তর্জাতিক বিমান পরিষেবার বিষয়ে কোনও কথা বলা হয়নি। তাই এই বিষয়টি নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। শেষ পর্যন্ত মানুষের কৌতূহল মিটিয়ে ডিজিসিএ জানিয়ে দিল, ৩১ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে।