অনলাইন ডেস্ক, ২ অক্টোবর।। আশঙ্কাই সত্যি হল! কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। শুক্রবার টুইট করে ট্রাম্প নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। টুইট করে ট্রাম্প লেখেন, আজ রাতে, ফার্স্ট লেডি এবং আমার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। অবিলম্বে আমরা কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করব। প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকস।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে গত মঙ্গলবারই জো বাইডেনের সঙ্গে টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ক্লিভল্যান্ডে উড়ে গিয়েছিলেন উপদেষ্টা হিকসও। ফলে প্রেসিডেন্টেরও করোনা-আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিলই। প্রেসিডেন্টের সান্নিধ্যে আসায় আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পেরও করোনা-সংক্রমিত হওয়ার সম্ভাবনা ছিল। আর সেই আশঙ্কাই সত্যি হল। উপদেষ্টা হোপ হিকস করোনা-আক্রান্ত হওয়ার পরই নিজেদের স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠান প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি।
শুক্রবার সকালেই ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইট করে জানান, হোপ হিকস যিনি সামান্য বিরতি না নিয়েই কঠোর পরিশ্রম করে চলেছেন, তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভয়াবহ!ফার্স্ট লেডি এবং আমি টেস্ট রিপোর্টের ফলাফলের অপেক্ষাতেই রয়েছি। এরইমধ্যে, কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করব আমরা! এই টুইটের প্রায় দেড় ঘন্টা পর ফের টুইট করেন ট্রাম্প। তিনি জানান, ফার্স্ট লেডি এবং আমার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে।