অনলাইন ডেস্ক, ৩ অক্টোবর।। নরেন্দ্র মোদি সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদ জানাতে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল ১০টি শ্রমিক সংগঠন। এই ধর্মঘটে সামিল হচ্ছে ডান-বাম উভয় পক্ষেরই শ্রমিক সংগঠন। দিল্লিতে শ্রমিক সংগঠনগুলির শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি সরকার একের পর এক দেশ বিরোধী কাজ করে চলেছে। করোনার রুখতে হঠাৎ করেই লকডাউন জারি করে মোদি সরকার যে হঠকারিতা দেখিয়েছিল তার ফলে আজ প্রতিটি রাজ্যে হাজার হাজার মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। করোনা মহামারী পরিস্থিতিতেও রেশনে মিলছে না উপযুক্ত পরিমাণ খাদ্যশস্য।
বেশ কয়েকশো পরিযায়ী শ্রমিক নিজেদের রাজ্যে ফিরতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন। এরপর মোদি সরকার ভারতীয় জীবন বিমা নিগমের মতো একাধিক লাভজনক সংস্থাকে বেসরকারিকরণের পথে হাঁটছে। সরকারের এই নীতির তীব্র প্রতিবাদ জানাতে উৎসবের মরসুমে মিটে গেলেই ধর্মঘট পালন করা হবে। ২৬ নভেম্বর দেশজুড়ে এই ধর্মঘট পালন করা হবে।
যে ১০টি শ্রমিক সংগঠন এই ধর্মঘটে সামিল হচ্ছে তাদের মধ্যে রয়েছে আইএনটিইউসি, সিটু, আইটিইউসি, টিইউসিসি, এইচএমএস, ইউটিইউসি ইত্যাদি। শুধু ধর্মঘট নয়, শ্রমিক সংগঠনগুলি দাবি জানিয়েছে, দেশের যে সমস্ত মানুষ আয়কর দেন না তাদের পরিবার পিছু মাসে সাড়ে সাত হাজার টাকা করে ভাতা দেওয়া হোক। একই সঙ্গে পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে খাদ্যশস্য বরাদ্দ করা হোক।
বর্তমানে ১০০ দিনের কাজের যে প্রকল্প রয়েছে তা বাড়িয়ে ২০০দিন করা হোক। শ্রমিক সংগঠনগুলি বলেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। করোনা মোকাববিলায় তো ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। তাই মোদি সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতেই ধর্মঘটের সিদ্ধান্ত।