স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ অক্টোবর।। সত্য ও অহিংসার দিশারী ছিলেন মহাত্মা গান্ধী।জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করে এ-কথা বলেন ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস। তাঁর মতে, দেশের পরিস্থিতি অনুযায়ী গান্ধীবাদী, সমাজবাদী আদর্শ পালনের সময় এসেছে। আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস সার্কিট হাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং গান্ধী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্যপাল বলেন, আজ সারা দেশেই শ্রদ্ধার সাথে গান্ধী জয়ন্তী উদযাপন করা হচ্ছে। মহাত্মা গান্ধী ছিলেন সত্য ও অহিংসার দিশারি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, সচিব টি কে চাকমা ও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।