স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ অক্টোবর।। ১৫১ তম জন্মদিনে জাতির জনক মহাত্মা গান্ধিকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এইদিন রাজধানীর কৃষ্ণনগরস্থিত সাংসদ অফিস প্রাঙ্গণে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান সাংসদ প্রতিমা ভৌমিক।
পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শুধু মাত্র দেশ নয়, সমগ্র দেশের মানুষ বর্তমানে জাতির পিতাকে স্মরণ করছে। তিনি অনেক কিছু দিয়েগেছেন। তিনি গ্রামিন স্বরাজের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারতবর্ষকে দেখতে হলে শ্রে নয় গ্রামে যেতে হবে। কারন ৭০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। বর্তমানে যে আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে, সেটার ইঙ্গিত অনেক আগেই তিনি দিয়ে গেছেন। তিনি অহিংসার বার্তা দিয়ে গেছেন। এইটা বর্তমানে প্রাসঙ্গিক। আগামিদিনে গান্ধিজির দেখান পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে বলেও জানান সাংসদ প্রতিমা ভৌমিক।