স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ২ অক্টোবর।। জঙ্গল থেকে উদ্ধার এক দিনের সদ্যোজাত শিশু। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ভোর বেলা মধুপুর এলাকার একজন রাবার চাষী নিজ রাবার বাগানে যায়। বাগানে গিয়ে তিনি দেখতে পান জঙ্গলে একটি সদ্যোজাত শিশু কান্না করছে। মুহূর্তের মধ্যেই এলাকার এই খবর ছড়িয়ে পরে। এবং এলাকার জনগণ ঘটনাস্থলে ভিড় জমায়। খবর দেওয়া হয় মধুপুর থানার পুলিশকে। তখন ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে মধুপুর হাসপাতলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় শিশুটি কন্যা সন্তান। শুক্রবার ভোরে হয়তো শিশুটির জন্ম হয়েছে। পরবর্তী সময় মধুপুর হাসপাতলে বিশালগড় চাইল্ড লাইনের লোক ছুটে যায়। এবং শিশুটির সকল খোঁজ খবর নেয়। শিশুটির সমস্ত দায়িত্ব নেয় চাইল্ড লাইনের কর্মীরা।