স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ অক্টোবর।। রাজ্যের সংবাদমাধ্যমের উপর বর্তমান অনভিজ্ঞ সরকারের একের পর এক আক্রমণ নামিয়ে আনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার অ্যাসেম্বলি অব জার্নালিস্ট আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করে তীব্র প্রতিবাদ জানায়।উল্লেখ্য, রাজ্যে করোনা চিকিৎসা পরিষেবা করুণ দশা নিয়ে সংবাদমাধ্যমে একাধিক খবর প্রকাশ হওয়াতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রোষানলে পড়ে রাজ্যের সংবাদমাধ্যম।স্পেশাল ইকোনমিক জোনের শিলান্যাস করতে গিয়ে সরাসরি সংবাদ মাধ্যমকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হুমকি দেন।
বিষয়টি এখানেই শেষ নয়। তারপর ধারাবাহিকভাবে একে একে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে বিভিন্ন মহকুমায়। যা রাজ্যের ইতিহাসে প্রথম এই ধরনের অনভিপ্রেত আক্রমণ মুখ্যমন্ত্রীর সরাসরি সংবাদমাধ্যমকে। অবশেষে মুখ্যমন্ত্রীকে এ ধরনের হুমকি বিষয়ে ক্ষমা চাইতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও, মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে নারাজ। হয়তো তিনি জানেন না, সংবাদমাধ্যম সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করে চলে।
অবশেষে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট মুখ্যমন্ত্রীর এধরনের হুমকি এবং সংবাদমাধ্যমের ওপর ধারাবাহিক নিগ্রহের ঘটনা নিয়ে রাজ্যপালকে অবহিত করলেও রাজভবন থেকে কোন চিঠি প্রাপ্তির সূচনা আসেনি। আর বিষয়টি অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য প্রচার মন্ত্রীকে লিখিত ভাবে অবগত করার উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়। অ্যাসেম্বলি অব জার্নালিস্ট চেয়ারম্যান সুবল কুমার দে জানান, মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে দেখে নেওয়ার যে হুমকি দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে এবং সংবাদমাধ্যমকে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকতার ৫২ বছরের অভিজ্ঞতায় এদিন দেখতে হয়নি তা গত আড়াই বছরে উনার সাংবাদিকতার দেখতে হয়েছে। সংবাদ করতে গেলে ঘাটতি থাকতেই পারে, তার জন্য প্রতিবাদ দিতে পারে সরকারপক্ষ। কিন্তু থানা যাওয়াটা কাছে সংবাদমাধ্যমে নয়া অভিজ্ঞতা বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সংবাদমাধ্যমের তোলা তিনটি দাবি মান্যতা দেওয়া না হয় তাহলে আন্দোলন অব্যাহত থাকবে।