স্টাফ রিপোর্টার, অমরপুর, ২ অক্টোবর।। গোমতী জেলার অমরপুরের খেয়াঘাট এলাকায় এক বাড়িতে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। চুরি করতে আশা চোরকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দেন এলাকার লোকজন। তাতে চোর গুরুতরভাবে আহত হয়েছে। চোরকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে বীরগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি মামলা গৃহীত হয়েছে।গণপ্রহারে আহত চোর তার কৃতকর্মের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।উল্লেখ্য অমরপুরের খেয়াঘাট সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে গত বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা উপর্যপরি বৃদ্ধি পেয়েছে। তাতে ওইসব এলাকায় বসবাসকারী জনগণ এবং ব্যবসায়ীরা রীতিমতো অতিষ্ঠ। এসব এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন।