স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ি, ১ অক্টোবর।। জোলাইবাড়ি ব্লকের শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্কে আজ আভাঙ্গছড়া পর্যটন কেন্দ্রের শিলান্যাস করেন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, আজ থেকে রাজ্যের সকল পর্যটন কেন্দ্রগুলি জনগণের জন্য উন্মক্ত করে দেওয়া হয়েছে৷ ভ্রমণ পিপাসুু মানুষের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ ঐতিহাসিক নিদর্শনগুলি পর্যটকদের কাছে তুলে ধরার জন্য পর্যটন কেন্দ্রগুলিকে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আরও উন্নত করা হচ্ছে৷
তিনি জানান, সাড়ে সাত কোটি টাকা ব্যয় করে আভাঙ্গছড়ায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে৷ পর্যটনের বিকাশ হলে ঐসব এলাকার স্থানীয় জনগণের উপার্জন বাড়বে৷ এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক শংকর রায়, পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন পর্যটন দপ্তরের অধিকর্তা রাভেল হেমেন্দ্র কুমার৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সহকারী জেলাশাসক ও সমাহর্তা শংকর রায়, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷