স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। টেট উত্তীর্ণদের অবিলম্বে চাকুরীতে নিয়োগের জোরালো দাবি উঠেছে। টেট উত্তীর্ণ শিক্ষকদের চাকুরীতে নিয়োগের দাবিতে বুধবার অফিস ট্রেনে শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তা কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।তাদেরকে অবিলম্বে চাকুরীতে নিযুক্ত করা না হলে তারা আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে।উল্লেখ্য রাজ্যে শিক্ষকের স্বল্পতা থাকা সত্ত্বেও ক্যাটরিনা বেশ কিছু সংখ্যক বেকারকে এখনো শিক্ষক পদে নিযুক্ত করা হয়নি। তাতে ক্ষোভে ফুসছে উত্তীর্ণ বেকাররা।
তারা আজ শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে।ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তীর্ণ বেকাররা অভিযোগ করে দীর্ঘদিন ধরে তারা উত্তীর্ণ বেকার হিসাবে অনিশ্চয়তায় জীবনযাপন করছে।তাদেরকে চাকুরীতে নিযুক্ত না করায় তারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।সেই প্রশ্নও তুলেছেন উত্তীর্ণ এসব বেকাররা। অবিলম্বে তাদের নিযুক্তির দাবি জানিয়েছে তারা।