স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩০ সেপ্টেম্বর।। স্বামীর দ্বারা নির্যাতনের শিকার গৃহবধূর জবানবন্দি নিতে বুধবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী তেলিয়ামুড়া স্থিত গৌরাঙ্গ টিলা এলাকায় নির্যাতিতার বাড়িতে ছুটে যান। এদিন সকালে মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া গৌরাঙ্গ টিলা গ্রামে নির্যাতিত গৃহবধূর বাড়িতে যায়। মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী নির্যাতিত গৃহবধূ শর্মিষ্ঠা দাসের সাথে কথা বলেন।
উল্লেখ্য তেলিয়ামুড়া শহরের প্রতিষ্টিত শুকনো মাছ ব্যবসায়ী হারাধন দাসের পুত্র অভিজিৎ দাসের সাথে শর্মিষ্ঠা দাসের সামাজিকভাবে বিয়ে হয়েছিল প্রায় নয় বছর পূর্বে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর বক্তব্যে পরিষ্কার ওই গৃহবধূ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়ে আসছিল স্বামী অভিজিৎ দাস দ্বারা। তবে এইবার নির্যাতন সহ্য করতে না পেরে আইনের দ্বারস্থ হন। যদিও অভিযুক্ত স্বামী অভিজিৎ দাস বর্তমানে জেল হেপাজতে রয়েছে।