স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ অক্টোবর।। বৃহস্পতিবার থেকে সরকারি যাবতীয় বিধি নিষেধ শুরু হলো এন্ট্রান্স পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে খবর নিয়ে জানা গেছে এ বছর ত্রিপুরা জয়েন এন্ট্রান্স পরীক্ষায় ৫০ শতাংশের অধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেছে। মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের তথ্য জানতে গিয়ে জানা যায় এখানে ৫০ শতাংশের অধিক ছাত্র-ছাত্রী ত্রিপুরা জয়েন এন্ট্রান্স পরীক্ষায় বসেছে এক পরীক্ষক জানিয়েছেন সামাজিক দূরত্ব মেনে প্রত্যেক পরীক্ষার্থীকে মাক্স পরিণত অবস্থায় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেওয়া হয়েছে।
পরীক্ষায় বসার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে থার্মাল স্ক্রীনিং করা হয়েছে বলেও তিনি জানান।একজন পরীক্ষার্থী থেকে অন্য একজন পরীক্ষার্থীর বসার দূরত্ব কমপক্ষে ছয় ফুট দূরত্ব রাখা হয়েছে। আগামী তেশরা অক্টোবর পুনরায় ত্রিপুরা জয়েন এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জয়েন এন্ট্রান্স পরীক্ষার প্রথম দিনে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরীক্ষা শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।
উল্লেখ্য করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে ত্রিপুরা জয়েন এন্ট্রান্স পরীক্ষা গ্রহণ করতে গিয়ে রীতীমতো সমস্যায় পড়তে হয়েছে কর্তৃপক্ষকে।যাবতীয় বাধা উপেক্ষা করে সরকারি নিয়ম-নীতি মেনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করেছে বোর্ড কর্তৃপক্ষ।