স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ অক্টোবর।। সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য জনসাধারণকে সরকারের কাছে আসতে হবে না। রাজ্য সরকারই সমস্ত পরিষেবা জনসাধারণের দোরগােড়ায় পৌঁছে দিতে দায়বদ্ধ। কারণ সরকারের বিভিন্ন পরিষেবাকে সহজ ও সরলীকরণ করে মানুষের কাছে পৌছে দেওয়াই রাজ্য সরকারের মূল লক্ষ্য। আজ মহাকরণের ভিডিও কনফারেন্স হলে রাজ্যে ই-আবগারি অনলাইন সফটওয়্যারের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উল্লেখ্য, রাজ্যের আবগারি ব্যবস্থাপনাকে মসৃণ করার জন্য ই-আবগারি অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি পরিষেবার কাজে যত বেশি স্বচ্ছতা আসবে তত বেশি জনসাধারণ উপকৃত হবেন।
পাশাপাশি স্বচ্ছতা আসলে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে তার প্রতিফলন ঘটা স্বাভাবিক। তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব অপরিসীম। এই সময়ে প্রযুক্তিকে ব্যবহার করে ই-আবগারি অনলাইন ব্যবস্থাপনা চালু করা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। উপমুখ্যমন্ত্রী বলেন, ছােট রাজ্য ত্রিপুরায় সরকারের বিভিন্ন পরিষেবা উন্নীতকরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দূরবর্তী অঞ্চলগুলিতেও সরকারের বিভিন্ন পরিষেবা সহজলভ্য করতে রাজ্য সরকারের উদ্যোগ অব্যাহত।
এক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি সেক্টরের অগ্রণী ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা বলেন, ই-গভর্নেন্স পরিষেবা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার উল্লেখযােগ্য ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে এন আই সি-র ডিরেক্টর জেনারেল ড. নীতা ভার্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। তিনি বলেন, ত্রিপুরায় তথ্য ও প্রযুক্তি পরিকাঠামো এবং প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে এন আই সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও তাদের কার্যধারা চালু থাকবে। অনুষ্ঠানে আবগারি দপ্তরের কমিশনার ডা. বিশাল কুমার রাজ্যে অনলাইন ই আবগারি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, দু’বছর আগে এই অনলাইন ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়।
ই-আবগারি অনলাইন সফটওয়্যার সিস্টেম চালুর প্রথম পর্যায়ে ব্র্যান্ড এন্ড লেভেল রেজিস্ট্রেশন এবং ইম্পাের্ট পারমিট জেনারেশন পরিষেবা পাওয়া যাবে। পরবর্তীতে মালি রিটার্ন, ট্রান্সপাের্ট পারমিট, স্টক ইনভেন্টরি অব বােটলিং ইউনিট ইত্যাদি পরিষেবা পর্যায়ক্রমে চালু করা হবে। এই অনলাইন প্ল্যাটফর্মে অন্যান্য ই-গভর্নমেন্ট পরিষেবা যুক্ত করার সংস্থানও রয়েছে। ইজ অব ডুয়িং বিজনেস উদ্যোগের অন্তর্গত সময় নির্দিষ্ট পরিষেবাগুলি ই-আবগারি পাের্টালের মাধ্যমে প্রদানকৃত সমস্ত পরিষেবাগুলির সঙ্গে যুক্ত করা হবে। তিনি আরও জানান, অনলাইন ই-আবগারি ব্যবস্থা চালু করার ফলে আবগারি দপ্তর থেকে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের কার্যালয়ে যাওয়ার প্রয়ােজন হবে না। অনলাইনে দ্রুত তা পাওয়া সম্ভব হবে। পাশাপাশি রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে যথাযথ তদারকি করা সহ এই প্রক্রিয়ায় স্বচ্ছতাও বজায় থাকবে।