৩ অক্টোবর চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা শুনবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ছয়টায় সচিবালয়ে চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সাথে তাঁদের দাবি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী৷ এতে আশার আলো দেখতে পাচ্ছেন চাকরিচ্যুত শিক্ষকরা৷

দুগর্োৎসবের আগেই চাকরিচ্যুত শিক্ষকদের জ্বলন্ত সমস্যা সমাধান করে তাঁদের মুখে হাসি ফুটাবেন মুখ্যমন্ত্রী, আশা প্রকাশ করেছেন তাঁরা৷ আজ বুধবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে টেলিফোনে চাকরিচ্যুত শিক্ষকদের সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে৷ মূলত, গত ২৩ সেপ্ঢেম্বর মহাকরণ অভিযানে চাকরিচ্যুত শিক্ষকদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আশ্বস্ত করেছিলেন, তাঁদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার ব্যবস্থা করা হবে৷

সে মোতাবেক আজ তাঁরা মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সময় পেয়েছেন৷ এর পরই চাকরিচ্যুত শিক্ষকদের তিনটি সংগঠনের নেতৃত্বরা আগরতলায় সিটি সেন্টারের সম্মুখে মিলিত হয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার বিষয়বস্তু নিয়ে চর্চা করেন৷ এ-বিষয়ে ডালিয়া দাস বলেন, আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ছয়টায় সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় স্থির হয়েছে৷ ওইদিন তিনি আমাদের সমস্যা এবং দাবি সম্পর্কে অবগত হবেন৷

তিনি বলেন, চাকরিচ্যুত শিক্ষকরা ভীষণ অসহায় হয়ে পড়েছেন৷ তাই সরকারই আমাদের সমস্যাবলির সমাধানের প্রধান ও একমাত্র উপায় বলে আমরা মনে করি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, সামনেই দুগর্োৎসব এবং এই উৎসবের মরশুমে আমাদের মুখে মুখ্যমন্ত্রী হাসি ফুটাবেন৷

প্রসঙ্গত, চাকরিচ্যুত শিক্ষকদের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ তাছাড়া, চাকরির যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় অকৃতকার্য হলে তাঁদের আউটসোর্চিং-এর মাধ্যমে নিয়োগ করা হবে৷ কিন্তু ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে চাকরিচ্যুত শিক্ষকদের তিনটি সংগঠন৷ তাঁরা স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলনে নেমেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?