বিজেপি যুব মোর্চার উদ্দ্যোগে শান্তিরবাজার থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১ অক্টোবর।। যুব মোর্চার উদ্দ্যোগে আজ শান্তিরবাজার থানা ঘেরাও করা হয়। ঘটনার বিবরনে জানাযায় গত ২৭ তারিখ গনমুক্তি পরিষদের মিছিলে দুস্কৃতি কারীদের দ্বারা আক্রান্তহয় বিজেপি সমর্থীত কর্মী এই নিয়ে দুস্কৃতিকারীদের নামদিয়ে শান্তির বাজার থানায় লিখিত মামলা দায়ের করাহয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে গতকাল রাতে পতিছড়ী এলাকায় বিজেপি সমর্থীত কর্মী অঞ্জন দের্বমার উপর আক্রমন করেছে দুস্কৃতি কারীরা।

এই আক্রমন কারীর নাম দিয়ে শান্তির বাজার থানায় মামলা দায়ের করার পর কোনোপ্রকার পদক্ষেপ গ্রহন করছেনা শান্তির বাজার থানার পুলিশ। এই অভিযোগ এনে শান্তির বাজার বিজেপির যুবমোর্চার উদ্দ্যোগে শান্তির বাজার থানা ঘেরাও করে পরবর্তী সময় ৫ জনের প্রতিনিধি দল গিয়ে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর নিকট গিয়ে ডেপুটেশান প্রদান করেন। যুবমোর্চার সদস্যরা জানান টি টি এডিসির প্রাক্তন ক্রিড়া ও যুবকল্যান দপ্তরের মন্ত্রী পরিক্ষিৎ মুড়াসিং এর নেতৃত্বে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।

তাই উনাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি রাখেন যুবমোর্চার সদস্যরা। যুবমোর্চার সদস্যরা জানান উনাদের দাবী পূরন নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে। পরবর্তী সময় থানার পুলিশের দ্বারা পতিশ্রুতি পেয়ে থানা ঘেরাওমুক্তি করলো যুবকর্মীরা। অপরদিকে এই ঘটনার বিবরনে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি প্রদানকরাহবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?