স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।।ত্রিপুরায় শাসক দল বিজেপি এবং পুলিশের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতা হরণের গুরুতর অভিযোগ এনেছেন গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী৷ আজ বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি জানতে চেয়েছেন, বিরোধীদের উপর অত্যাচার বন্ধে পুলিশ আদৌ ব্যবস্থা নেবে তো?
এদিন জিতেন্দ্রবাবু বলেন, প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে৷ তাই, শাসক দলের অসহিষ্ণু এবং স্বৈরাচারী কার্যকলাপ মাথাচাড়া দিচ্ছে৷ তাঁর দাবি, বিজেপি কখনওই গণতন্ত্র এবং সাংবিধানিক রীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল না৷
তারই ফলশ্রুতিতে ত্রিপুরায় বিরোধীদের উপর নানাভাবে আক্রমণ নেমে এসেছে৷ তাঁর কথায়, করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য চরমভাবে বিঘ্নিত হচ্ছে৷ পাহাড়ে অভাব অনটন মারাত্মকভাবে দেখা দিয়েছে৷ তাই, গণমুক্তি পরিষদ ১১ দফা দাবির ভিত্তিতে কর্মসূচি ঘোষণার সাথে সাথেই তা বানচাল করার চেষ্টা চলছে৷
এদিন তিনি সাম্প্রতিক কিছু ঘটনাবলীর বর্ণনা দিয়ে বলেন, শাসক দল এবং ত্রিপুরা পুলিশ ব্যক্তিস্বাধীনতা হরণের জন্য দায়ী৷ তাঁর দাবি, শাসক সমর্থিত দুর্বৃত্তরা পুলিশের সামনেই বিরোধীদের মারধর করছে৷ পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে৷ এই অরাজকতার বিরুদ্ধে পুলিশ আদৌ কোনও ব্যবস্থা নেবে কিনা, জানতে চেয়েছেন তিনি৷