স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ অক্টোবর।। ৯ দফা দাবিতে ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পয়ল অক্টোবর থেকে তেশরা অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে তারা আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে পহেলা অক্টোবর কমিটির পক্ষ থেকে ৯ দফা দাবিতে বলে এলাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শামিল হন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন স্বাস্থ্যসংক্রান্ত ৯ দফা দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে সামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে যুব সংগঠন। রাজ্যের আটটি জেলায় জেলা সিএম ওর কাছে তারা ডেপুটেশন প্রদান করবেন। দাবি গুলি বিশ্লেষণ করতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক বলেন রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পুরোপুরি ভেঙ্গে পরেছে। তিনি রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন।রাজ্যের প্রধান হাসপাতাল জিবি সহ রাজ্যের সর্বত্র হাসপাতালগুলিতে স্বাস্থ্যপরিসেবা পুরোপুরি ভেঙ্গে পরেছে বলে অভিযোগ এনেছেন তিনি।
কোভিড সেন্টার গুলিতে যেসব পরিকাঠামো থাকার কথা সেই সব পরিকাঠামো নেই বলেও তিনি অভিযোগ করেন। বিনাচিকিৎসায় করুণ আক্রান্ত রোগীদের মৃত্যু হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। চিকিৎসক নার্স সহ স্বাস্থ্য দপ্তরে শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না। চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের অভাবে রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
অবিলম্বে চিকিৎসকের নার্সসহ স্বাস্থ্য কর্মী নিয়োগের জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।এসব বিষয়ে সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য অধিকর্তা কাছেও ডেপুটেশনের এবং স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও যদি রাজ্য সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব।