স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১ অক্টোবর।। ত্রিপুরা প্রাক’তিক সৌন্দর্যে ভরপুর এবং ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের প্রাক’তিক সৌন্দর্যে ভরপুর স্থানগুলিকে কেন্দ্র করে পর্যটন শিল্পকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে চায়৷ রাজ্য সরকারের লক্ষ্য পর্যটন শিল্পের প্রসার ঘটিয়ে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা৷ আজ বিশালগড় মহকুমার সিপাহীজলা অভয়ারণ্যে পর্যটকদের জন্য নবনির্মিত লগ হাটের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷
তিনি বলেন, সরকার চায় প্রতিটি পর্যটন কেন্দ্রে আগত পর্যটক যেন উন্নতমানের পরিষেবা পান৷ এই লক্ষ্যে সম্পতি ছবিমুড়া পর্যটন কেন্দ্রের জন্য ওয়াটার সুকটার, উন্নত মোটর চালিত বোটিং ব্যবস্থা করা হয়েছে৷ ডম্বরের নারকেলকু’কে এক নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে৷ অনুষ্ঠানে রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক ড. ডি কে শর্মা সংক্ষিপ্ত ভাষণে নবনির্মিত লগ হাটের এবং পর্যটন ক্ষেত্রের বিভিন্ন পরিষেবাগুলি তুলে ধরেন৷ তিনি জানান, এই লগ হাট প্রকল্পের ফলে ৫০ থেকে ৬০ জনের কাজের সুুযোগ সৃষ্টি হবে৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি এবং বন দপ্তর ও পর্যটন দপ্তরের পদস্থ আধিকারিকগণ৷ স্বাগত ভাষণ রাখেন পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে৷ সিপাহীজলা অভয়ারণ্যে বন দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের আর্থিক সহযোগিতায় পর্যটকদের জন্য ৪টি লগ হাট নির্মাণ করা হয়৷ এই প্রকল্প রূপায়ণে ব্যয় হয় ১ কোটি ১০ লক্ষ টাকা৷