স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১ অক্টোবর।। শ্বশুর গোপাল কান্তি ত্রিপুরার গর্জির বাঁশ বাগানস্হিত বাড়িতে বেড়াতে এসে আজ বিকালে বজ্রপাতে মারা গেলেন জামাই সুধীররঞ্জন নোয়াতিয়া(২৪)। সুধীররঞ্জন নোয়াতিয়ার পিতার নাম রাম কৃষ্ণ নোয়াতিয়া। বাড়ি শান্তিরবাজার মহকুমার মনপাথর আউট পোষ্টের কুপিলং এলাকায়। এদিন দুপুরের খাওয়া দাওয়ার পর শ্বশুর গোপাল কান্তি ত্রিপুরা বারান্দা যুক্ত ঘরের দরজায় বসে জামাই সুধীররঞ্জন নোয়াতিয়া বিশ্রাম করার সময় হঠাৎ বজ্রপাতের ফলে বজ্রবিদ্যুতের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জামাই সুধীররঞ্জন নোয়াতিয়ার একটু দুরে একটি গর্ভবতী ছাগল বারান্দায় আশ্রয় নিলে ছাগলটিও বজ্রপাতের ফলে মারা যায়। যদিও উদয়পুর ও শান্তিরবাজার দুই মহকুমা সন্নিহিত গ্রাম গর্জি বাঁশ বাগান এবং শান্তিবাজার কুপিলং গ্রাম। শশুর বাড়িতে এসে বজ্রপাতে জামাইয়ের মৃত্যুর ঘটনায় গর্জি এবং শান্তিবাজার কুপিলং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।