স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। মণিপুর, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ মায়ানমার- এই রাজ্য ও দেশ গুলিতে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন গড়ে তোলানে হিজম ইরাবত সিং। ১৮৯৬ সালের ৩০ অক্টোবর জন্ম গ্রহণ করেন তিনি। মণিপুরে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন তিনি। কৃষক আন্দোলনে কাছারে বিশেষ ভুমিকা গ্রহণ করেছিলেন হিজম ইরাবত সিং। বুধবার হিজম ইরাবত সিং-এর ১২৪ তম জন্ম দিন উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে সি পি আই – সদর বিভাগীয় কমিটি।
কল্যাণী স্থিত হিজম ইরাবত সিং-এর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য। এদিকে, মনিপুরী সাহিত্য পরিষদ ও আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে বুধবার ধলেশ্বর কল্যাণী স্থিত স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিং এর ১২৪ তম জন্ম দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রতি বছর আগরতলা পুর নিগমের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিং এর জন্ম দিন পালন করা হয়।
কেবল মনিপুরের জন্য সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন নেতা ছিলেন হিজম ইরাবত সিং। সমাজসংস্কারক, ক্রীড়াবিদ, শিক্ষাবিদও ছিলেন তিনি। মনিপুরী সাহিত্যকে ভারত বর্ষের মধ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার একটা বড় অবদান রয়েছে। এদিনের স্রদ্ধাঞলী জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র ডাঃ প্রফুল্ল জিৎ সিনহা।