শিক্ষক-শিক্ষিকাদের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩০ সেপ্টেম্বর।। যেকোন দেশ বা রাজ্যে উন্নয়নের প্রথম শর্ত হল শিক্ষা। তাই রাজ্য সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আজ বিলােনীয়া আর্য কলােনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শচীন দেববর্মণ অডিটোরিয়ামে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপারসন শুরু দেব সরকার, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬জন কৃতী ছাত্রছাত্রী এবং মাধ্যমিক পরীক্ষায় ১জন কৃতী ছাত্রীকে মানপত্র দিয়ে সংবর্ধনা জানানাে হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, আজকের যারা ছাত্রছাত্রী তারাই আগামীদিনের ভবিষ্যৎ। তিনি বলেন, ছাত্রছাত্রীদের মেধা বিকশিত করার দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের। দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার কাজে শিক্ষক-শিক্ষিকাগণকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে শিক্ষামন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে রাজ্যে এন সি ই আর টি’র পাঠ্যক্রম চালু করেছে। রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যে ২০টি বিদ্যালয়কে সি বি এস ই পরিচালিত বিদ্যালয়ের রূপান্তরিত করা হয়েছে। শিক্ষা গুণগত মান উন্নয়নে এবং ছাত্রছাত্রীদের সুবিধার জন্য শিক্ষা দপ্তর ৩২টি উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে। ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বিষয়ে কোচিং-এর ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের প্রায় ৩০ হাজার শিক্ষক-শিক্ষিকাকে এন সি ই আর টি'র ধাচে পড়াশুনা করানাের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের ছাত্রছাত্রীরা যেন সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পেতে পারে তার জন্য রাজ্য সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক ও বিধায়ক শংকর রায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?