স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৩০ সেপ্টেম্বর।। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে বুধবার জগবন্ধু পাড়ায় রাস্তা অবরোধ করে ক্যাম্প পাড়ার জনজাতিরা। এদিন সকাল সাতটায় গন্ডাছড়া-আমবাসা রাস্তার জগবন্ধু পাড়া বাজারে এলাকার মহিলারা কলসি নিয়ে রাস্তা অবরোধে বসে। এলাকাবাসীরা জানান গত দুই সাপ্তাহের বেশি সময় ধরে পাড়ার একমাত্র পানীয় জলের উৎস সাপ্লাইটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সাড়ায়ের কোন উদ্যোগ নেই দপ্তরের।যার ফলে বর্তমানে পাড়ার মধ্যে পানীয় জলের মারাত্মক সংকট দেখা দিয়েছে।
এছাড়া বিদ্যুতের সমস্যাও লেগে রয়েছে। এক দিন বিদ্যুত থাকলে দশ দিন থাকে না। আবার কোন কোন সময় দিনে এক ঘন্টার উপর বিদ্যুত থাকে না। আর এই সব সমস্যা সমাধানের জন্যে এদিন সকাল থেকেই রাস্তা অবরোধ করে বসে এলাকার গিরিবাসী মহিলারা। এই দিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনা স্হলে ছুটে যায় DWS এবং বিদ্যুত দপ্তরের আধিকারিকরা সহ বিশাল পুলিশ বাহিনী। আধিকারিকরা অবরোধকারিদের সাথে কথা বলেন এবং তাদের প্রতিশ্রুতি দেয় আগামী এক দিনের মধ্যে পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা সমাধান করা হবে। এরপর সকাল এগারটা নাগাদ রাস্তা অবরোধ তুলে নেয়। এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুদিকে অসংখ্য যানবাহন আটকিয়ে পড়ে এবং যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করে।