স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৩০ সেপ্টেম্বর।। বৈদ্যুতিক খুঁটির ভয়ে বাড়ি ছাড়া পুলিশ কর্মী। ঘটনা গন্ডাছড়া মহকুমার হরিপুর ব্লক টিলা। জানা যায় ত্রিপুরা পুলিশে কর্মরত সুভাষ বিশ্বাস দীর্ঘ ছয় মাস যাবৎ বাড়ি ছাড়া। কারন ওনার বসত ঘর লাগোয়া দুটি বৈদ্যুতিক কুটি বিপদ জনক অবস্হায় দাড়িয়ে আছে। একটি কুটির নিচ থেকে মাটি সরে আছে অন্যটির গুড়ায় জং ধরেছে। এমত অবস্হায় যেকোন সময় ওনার ঘরের উপর বৈদ্যুতিক কুটি গুলি ভেঙ্গে পড়তে পারে, এমনকি প্রানহানী পর্যন্ত ঘটতে পারে। কুটি গুলো মেরামত বা অন্যত্র সড়িয়ে দেওয়ার জন্য সুভাষ বাবু বেশ কয়েকবার গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারকে লিখিত ভাবে জানিয়েছেন।
কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। পরবর্তী সময়ে তিনি গন্ডাছড়া থানা এবং গন্ডাছড়া মহকুমা শাসকেও লিখিত ভাবে বিষয়টি জানান। এরপরও কোন এক অজানা কারনে কোন সুরাহা হচ্ছে না। এই দিকে সুভাষ বাবু বিপদ জনক কুটির ভয়ে ওনার পরিবার নিয়ে গত ছয় মাস যাবৎ বাড়ি ছাড়ে অন্যত্র ভাড়া থাকছেন। সুভাষ বাবু আরো জানান তিনি একজন অসুস্হ রোগি। গত কয়েক বছর আগে বহিঃ রাজ্যে গিয়ে তার মেজর অপরেশন হয়। এমত অবস্হায় অসহায় পুলিশ কর্মী সুভাষ বিশ্বাস ভাড়া বাড়ি থেকে ডিউটি করতে গিয়ে দারুন একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে সুভাষ বাবু সংবাদ মাধ্যমের মাধ্যমে শেষ বারের মত প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন। এখন দেখার প্রশাসন কি ভুমিকা গ্রহন করে,তার দিকে থাকিয়ে আছে পুলিশ কর্মীর গোটা পরিবার।