স্টাফ রিপোর্টার, মনুবাজার, ৩০ সেপ্টেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার মনুবাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আশু দত্ত। তিনি সিপিআইএমের সমর্থক বলে স্থানীয় সূত্রের খবর। জানা গেছে তিনি বাড়িতেই ছিলেন।শাসক দলের আশ্রিত কিছু দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি। দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর ভাবে আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এব্যাপারে মনু বাজার থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত আশুদত্ত।সিপিএম সমর্থক কে বাড়ি ঘরে ঢুকে হামলা এবং জখম করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল সিপিআইএম। রাজ্যের বিভিন্ন স্থানে একই কায়দায় শাসকদলীয় লোকজনরা এধরনের হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত করেছে বলে অভিযোগ।অবিলম্বে বিরোধীদের ওপর হামলা হুজ্জোতি বন্ধ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।