স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। বুধবার শিবনগর এলাকায় স্মার্ট সিটি কাজ পরিদর্শন করলেন স্মার্ট সিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদব। তিনি এদিন শিবনগর এলাকার রাস্তার ডেইন, বিদ্যুতিক লাইনের অবস্থা এবং স্মার্ট সিটির আওতায় দুটি পুকুরের কাজ ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পরিদর্শন করেন। পরে স্মার্ট সিটি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শৈলেশ কুমার যাদব সংবাদ প্রতিনিধি দের জানান, বিগত বছর মে মাসে স্মার্ট সিটি আওতায় শিবনগর এলাকার দুটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল।
দুটি প্রজেক্টের কাজের ক্ষেত্রে ব্যয় হবে ৯ কোটি টাকা। কিন্তু কাজটি শুরু হওয়ার পর থেকে বেশ কিছু কারণবশত কাজের গতি বৃদ্ধি পাচ্ছে না। বিগত বছর দূর্গা পূজার পর কাজটি শুরু হয়েছিল কিন্তু এলাকার বেশকিছু দোকান ঘর অবৈধভাবে সরকারি স্থানে থাকার কারণে সেগুলি তুলতে সময় লেগে যায়। আবার চলতি বছর মার্চ মাস থেকে লকডাউন এর কারণে কাজের গতিতে অনেকটা ব্যাঘাত ঘটেছে। এখন পর্যন্ত ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে শিবনগর এলাকায়। আর কাজের গতি বৃদ্ধি করে পুজোর আগে এই শিবনগর এলাকার ডেইন এবং ফুটপাতে কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে স্মার্ট সিটি কর্তৃপক্ষ।
পূজার পর শিবনগর এলাকার রাস্তাটা বন্ধ করে দিয়ে রাস্তাটি কাজ সম্পন্ন করা হবে। এবং শিবনগর এলাকা যে সমস্ত বিদ্যুতিক লাইন এবং টেলিফোনের লাইন খুঁটির দ্বারা ঝোলানো রয়েছে, সেসব লাইন মাটির নিচে দিয়ে করা হবে। দ্বিতীয় প্রজেক্টটি হলো এলাকা দুটি পুকুরের কাজ। আর পুকুরগুলির কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয় গেছে। দুমাসের মধ্যেই দ্বিতীয় প্রজেক্টের পুকুরের কাজ সম্পন্ন হয়ে যাবে। পুকুরের মধ্যে দিয়ে সেতু নির্মাণ করা হবে। সব মিলে ৪ থেকে ৫ মাস সময় কাজ সম্পন্ন হতে লাগবে বলে জানান তিনি।